ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সোনার বাংলা ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়

২০২৫ জুলাই ১৭ ০৯:২২:২৪
সোনার বাংলা ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে এমনটি করছেন। এছাড়া এই বীমা কোম্পানিটির সাবসিডিয়ারি সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টেও অনিয়ম পাওয়া গেছে।

কোম্পানিটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু সোনার বাংলা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

এই বীমা কোমপানিটির সাবসিডিয়ারি সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টেও অনিয়ম পেয়েছে নিরীক্ষক। সাবসিডিয়ারি কোম্পানিটির আর্থিক হিসাবে গ্রাহকদের কাছে দায় ৩৯ লাখ টাকা দেখানো হলেও তার স্বপক্ষে নিরীক্ষককে পর্যাপ্ত ও সঠিক প্রমাণাদি দেখাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। যে কোম্পানি কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কয়েক বছর ধরে ১০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে।

সাবসিডিয়ারি কোম্পানি কর্তৃপক্ষ মূলধন পর্যাপ্ততা অনুপাত নিয়ে বিএসইসির নির্দেশনা অনুযায়ি বিস্তারিত তথ্য দেয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া ২০২২ সাল থেকে এজিএম নিয়ে কোন প্রমাণাদি দেয় না।

নিরীক্ষক জানিয়েছে, বীমা কোম্পানি আইন ২০১০ অনুযায়ি উদ্যোক্তা/পরিচালকদের নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শেয়ার ধারন থাকতে হবে ৬০%। কিন্তু সোনার বাংলা ইন্স্যুরেন্সের এ শেয়ার ধারনের হার ৩৯.৫২%।

উল্লেখ্য, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির বুধবার (১৬ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ২৫.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে