ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ডিএসইতে টানা ৬ কার্যদিবসের উত্থানে সূচক বাড়ল ২১০ পয়েন্ট

২০২৫ জুলাই ২২ ১৪:৫০:০৬
ডিএসইতে টানা ৬ কার্যদিবসের উত্থানে সূচক বাড়ল ২১০ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৬ কার্যদিবসের টানা উত্থানের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১০ পয়েন্ট।

মঙ্গলবার (২২ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৭১ পয়েন্টে। যা সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৬ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ২১০ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৭২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬০ কোটি ৭১ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৮ কোটি ৪১ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩ টি বা ৪৪.০২ শতাংশের। আর দর কমেছে ১৫১ টি বা ৩৮.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১১০ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৫৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে