ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মার্কেন্টাইল ব্যাংকের শেষ প্রান্তিকে লোকসান : লভ্যাংশে পতন

২০২৪ এপ্রিল ১৮ ০৯:০১:৪৬
মার্কেন্টাইল ব্যাংকের শেষ প্রান্তিকে লোকসান : লভ্যাংশে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ২০২৩ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ব্যবসায় লোকসান হয়েছে। যাতে করে কোম্পানিটির আগের বছরের থেকে মুনাফা কমেছে। যার উপর ভিত্তি করে লভ্যাংশ কমিয়েছে পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির ২০২৩ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.১১ টাকা। তবে বছর শেষে এই মুনাফার পরিমাণ কমে দাঁড়িয়েছে ১.৮৬ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেষ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকা।

ডিএসইর ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ি, কোম্পানিটির ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছিল ০.৬৩ টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে ০.৭০ টাকা ও তৃতীয় প্রান্তিকে ০.৭৮ টাকা হয়েছিল। এতে করে ৩টি প্রান্তিকের একত্রে বা ৯ মাসে ইপিএস দেখায় ২.১১ টাকা।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ গতকাল (১৭ এপ্রিল) ২০২৩ সালের পুরো বছরের যে আর্থিক হিসাব প্রকাশ করেছে, সেখানে ইপিএস দেখিয়েছে ১.৮৬ টাকা। এ হিসাবে শেষ প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি ২.১১ টাকা হিসেবে নিট মুনাফা হয়েছিল ২৩৩ কোটি ৪৫ লাখ টাকা। যা ১২ মাসে বা পুরো বছরে শেয়ারপ্রতি ১.৮৬ টাকা হিসেবে নেমে এসেছে ২০৫ কোটি ৮২ লাখ টাকায়। অর্থাৎ শেষ প্রান্তিকে লোকসান হয়েছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা।

শেষ প্রান্তিকে লোকসানে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে মুনাফা কমেছে। আগের বছরে শেয়ারপ্রতি ২.১৭ টাকা করে নিট মুনাফা হয়েছিল ২৩৫ কোটি ৪ লাখ টাকা। যা এ বছরে কমে হয়েছে ২০৫ কোটি ৮২ লাখ টাকা। এক্ষেত্রে ২৯ কোটি ২২ লাখ টাকার বা ১২% মুনাফা কমেছে। এতে করে আগের বছরের ১২% থেকে কমিয়ে ২০২৩ সালের ব্যবসায় ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটির ২০২৩ সালের অর্জিত ২০৫ কোটি ৮২ লাখ টাকার নিট মুনাফার মধ্য থেকে ১০ শতাংশ হারে শেয়ারহোল্ডারদেরকে ১১০ কোটি ৬৬ লাখ টাকার নগদ বা মুনাফার ৫৪% লভ্যাংশ দেওয়া হবে। মুনাফার বাকি ৯৫ কোটি ১৬ লাখ টাকা বা ৪৬% রিজার্ভে যোগ হবে।

উল্লেখ্য ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের বর্তমানে ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। বুধবার (১৭ এপ্রিল) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ১১.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে