ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেয়ারহোল্ডারদের দেবে ১৩১ কোটি টাকা : ব্যাংকে রেখে দেবে ৬৭১ কোটি

২০২৪ এপ্রিল ২৩ ০৮:৫০:৫৪
শেয়ারহোল্ডারদের দেবে ১৩১ কোটি টাকা : ব্যাংকে রেখে দেবে ৬৭১ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৪৫৪ কোটি ৩৪ লাখ টাকা বা ৭১ শতাংশই ব্যাংকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ১২২ কোটি ৪৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

ডাচ-বাংলা ব্যাংকের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১০.৭২ টাকা হিসেবে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৭.৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৭৫ টাকা করে মোট ১৩০ কোটি ৮৯ লাখ টাকা বা মুনাফার ১৬.৩২% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৬৭০ কোটি ৮৯ লাখ টাকা ব্যাংকেই রেখে দেওয়া হবে।

ওই ৬৭০ কোটি ৮৯ লাখ টাকার মধ্য থেকে ১৭.৫০% বোনাস হিসেবে ১৩০ কোটি ৮৯ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৫৪০ কোটি টাকা রিজার্ভে রাখা হবে।

এ ব্যাংকটির আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৩২% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৮.১৪ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩ সালে হয়েছে ১০.৭২ টাকা। যার উপর ভিত্তি করে আগের বছরের ২৫ শতাংশ (১৭.৫% নগদ ও ৭.৫% বোনাস) লভ্যাংশ ২০২৩ সালে বাড়িয়ে ৩৫ শতাংশ (১৭.৫% নগদ ও ১৭.৫% বোনাস) ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডাচ-বাংলা ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২২ এপ্রিল দাঁড়িয়েছে ৫৭.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে