ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে সূচক : মাকসুদের অপসারণ কতদূর?

২০২৫ মে ১৫ ১৪:৫৯:৪৫
পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে সূচক : মাকসুদের অপসারণ কতদূর?

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। তারপরেও এই অযোগ্য রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে অপসারন করছে না সরকার। এছাড়া নিজেও পদত্যাগ না করে নির্লজ্জভাবে চেয়ার আঁকড়ে ধরে রেখেছে মাকসুদ কমিশন।

এই কমিশনের পদত্যাগের মাধ্যমে যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে, তা কয়েক দফায় প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি দুই দফায় তার অপসারন হচ্ছে বলে শেয়ারবাজারে গুজব উঠে। যার উপর ভিত্তি করে শেয়ারবাজার ইতিবাচক হয়েছিল। কিন্তু তার অপসারন বাস্তবে রুপ না পাওয়ায়, শেয়ারবাজার আবারও পতনের ধারায় ফিরে গেছে।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের সাড়ে ৮ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.০৯ লাখ কোটি টাকা

বৃহস্পতিবারের (১৫ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ২৫ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৪ আগস্ট সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৪৭৬২ পয়েন্টে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৮১ পয়েন্টে। যা বুধবার ৩৯ পয়েন্ট ও মঙ্গলবার ৪৭ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯৪ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২ কোটি ৬৭ লাখ টাকার বা ০.৯১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪২ টি বা ১০.৬৩ শতাংশের। আর দর কমেছে ৩১৭ টি বা ৮০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৬ টি বা ৯.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৫১ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪৭৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে