ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মৌলভিত্তি কোম্পানির হাত ধরে শেয়ারবাজারে পতন

২০২৫ আগস্ট ০৪ ১৫:০৯:২২
মৌলভিত্তি কোম্পানির হাত ধরে শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (০৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমেছে। এই পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মৌলভিত্তি সম্পন্ন হিসেবে সুপরিচিত কিছু কোম্পানি। যারমধ্যে সবার উপরে রয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকো।

ডিএসইর আজকের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বৃটিশ আমেরিকান টোব্যাকো। সোমবার এই কোম্পানির পতন হয়েছে ২.১৫ শতাংশ। বড় মূলধনী এই কোম্পানির আজকের পতনে সূচক কমেছে ৭.৫০ পয়েন্ট। আর ওয়ালটনের ১.৯১ শতাংশ দর পতনে সূচক কমেছে ৫.৬১ পয়েন্ট।

এছাড়া রবি আজিয়াটার কারনে ৫.৫১ পয়েন্ট, ট্রাস্ট ব্যাংকের কারনে ৪.৩৯ পয়েন্ট ও স্কয়ার ফার্মার কারনে ৩.৭৩ পয়েন্ট কমেছে।

অপরদিকে আজ সূচকে সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা রেখেছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানিটির দর উত্থানে সূচক বেড়েছে ৪.২৭ পয়েন্ট। এছাড়া তিতাস গ্যাসের কারনে ৪.১৬ পয়েন্ট ও বাংলাদেশ সাবমেরিন কেবলের কারনে ৩.৫০ পয়েন্ট বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে