ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বিএমবিএ প্রেসিডেন্ট ইফতেখার, সম্পাদক সুমিত

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:৩৭:০৪
বিএমবিএ প্রেসিডেন্ট ইফতেখার, সম্পাদক সুমিত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটির নির্বাচনে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম সভাপতি এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ. হাফিজ নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল হক সহ-সভাপতি এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল হক।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি মিসেস মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি জনাব ইফতেখার আলম-এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে