ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

গত সপ্তাহেও বড় পতন : বিনিয়োগকারীরা হারিয়েছে ১১ হাজার কোটি টাকা

২০২৪ এপ্রিল ২৭ ১০:০৭:৫৫
গত সপ্তাহেও বড় পতন : বিনিয়োগকারীরা হারিয়েছে ১১ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার বেশ কয়েক সপ্তাহ ধরে টানা পতনে রয়েছে। এরমধ্যে ঈদের পরে গত দুই সপ্তাহেই মূল্যসূচকের বড় পতন হয়েছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির দর। যাতে করে গত সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৭৬৪ কোটি টাকার।

তবে গত সপ্তাহে দুটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হওয়ার কারনে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৭৮৫ কোটি টাকা। এতে করে ওই দুটি বন্ডকে হিসাব থেকে বাদ দিলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা গত সপ্তাহে প্রকৃতপক্ষে হারিয়েছে বা তাদের বিনিয়োগ কমেছে ১০ হাজার ৫৪৯ কোটি টাকার।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের ১ কার্যদিবস কমে লেনদেন হয়েছিল ১ হাজার ৯১২ কোটি ৮১ লাখ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৫২ কোটি ৯ লাখ টাকার বা ৪৫ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৮ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫১৮ পয়েন্টে। যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৭৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭ টির বা ১৪.৪৭ শতাংশের, কমেছে ৩২৭ টির বা ৮২.৯৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির বা ২.৫৪ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২৯ পয়েন্ট বা ২.৬৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৮১৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫ টির দর বেড়েছে, ২৪৭ টির দর কমেছে এবং ১৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে