ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁপে রূপালি ব্যাংকের বোনাস ঘোষণা : তারপরেও থাকছে শাস্তির আওতায়

২০২৪ জুন ০৯ ০৯:০০:৫৪
চাঁপে রূপালি ব্যাংকের বোনাস ঘোষণা : তারপরেও থাকছে শাস্তির আওতায়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অবশেষে নিয়ন্ত্রক সংস্থার চাঁপে পড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। তবে গত ৮ জুনের সভায় কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

লভ্যাংশে পরিবর্তন আনলেও শাস্তির আওতায় থেকে যাচ্ছে ব্যাংকটি।

কারণ ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এদিকে দূর্বল ব্যবসার রূপালি ব্যাংককে আরও দূর্বল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভবিষতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আরও সংকুচিত হবে।

এরইমধ্যে সরকারের অনুকূলে শেয়ার ইস্যুর লক্ষ্যে রূপালি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।সরকার নিয়ন্ত্রিত এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে ২ হাজার ৫০০ কোটিতে উন্নিত করা হবে। সরকারের ইক্যুইটি বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যুর লক্ষ্যে এই উন্নিত করা হয়েছে।

উল্লেখ্য রূপালি ব্যাংকের বর্তমানে ৪৬৪ কোটি ৭০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯.৮১ শতাংশ। শনিবার (০৮ জুন) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে