ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৯৯৫ কোটি টাকার লোকসান যেভাবে ১২৮ কোটি মুনাফা

২০২৫ জুলাই ১৪ ০৯:০৩:৫৯
৯৯৫ কোটি টাকার লোকসান যেভাবে ১২৮ কোটি মুনাফা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৯৯৫ কোটি টাকা টাকার বেশি বা শেয়ারপ্রতি ৯.৩৪ টাকা লোকসান হয়েছে। তবে এ ব্যাংকটির ওই বছরের ব্যবসায় প্রায় ১২৮ কোটি টাকা বা শেয়ারপ্রতি ১.২০ টাকা মুনাফা দেখানো হয়েছে।

ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির ২০২৪ সালে শেয়ারপ্রতি ১.২০ টাকা করে নিট মুনাফা দেখানো হয়েছে ১২৭ কোটি ৯৮ লাখ টাকা। আর ব্যাংকটির নিট সম্পদ ২ হাজার ৩৪৫ কোটি ৪২ লাখ টাকা বা শেয়ারপ্রতি নিট ২২.০১ টাকা সম্পদ দেখানো হয়েছে।

তবে নিরীক্ষা প্রতিবেদনে জানানো হয়েছে, এ ব্যাংকটির বিনিয়োগের বিপরীতে ১ হাজার ৭৯৭ কোটি ৪৫ লাখ টাকা প্রভিশন বা সঞ্চিতি দরকার। যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে পরবর্তীতে গঠন করার সুযোগ পেয়েছে ব্যাংকটি। যাতে ব্যাংকটির ভবিষ্যতে এই বিশাল সঞ্চিতির নেতিবাচক প্রভাব পড়বে। তবে ২০২৪ সালে যদি ওই সঞ্চিতি গঠন করা হতো, তাহলে ব্যাংকটির ওই বছরে ৯৯৫ কোটি ৪৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি (৯.৩৪) টাকা লোকসান হতো বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে ওই প্রয়োজনীয় সঞ্চিতি ২০২৪ সালে গঠন করা হলে ব্যাংকটির নিট সম্পদ কমে ১ হাজার ২২৩ কোটি ২৯ লাখ টাকায় বা শেয়ারপ্রতি সম্পদ ২২.০১ টাকা থেকে কমে ১১.৪৮ টাকায় নেমে আসতো বলে জানিয়েছে নিরীক্ষক।

আরও পড়ুন....

অস্তিত্ব ঝুঁকিতে সোশ্যাল ইসলামী ব্যাংক

উল্লেখ্য, ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ান ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.০৬ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৩ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে