ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কারেকশন শেষে উত্থানে ফিরল শেয়ারবাজার

২০২৫ জুলাই ৩০ ১৫:২৮:৫৩
কারেকশন শেষে উত্থানে ফিরল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করায় শেয়ারবাজারে টানা ৮ কার্যদিবস (১৫-২৪ জুলাই) উত্থান হয়। তবে সেখান থেকে বাজারে কিছুটা দর সংশোধন বা কারেকশন হয়। এতে করে ৩ কার্যদিবস পতন হয়। যা শেষে বুধবার (৩০ জুলাই) উত্থানে ফিরেছে বাজার।

বুধবার (৩০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫২ পয়েন্টে। যা মঙ্গলবার ৩৪ পয়েন্ট, সোমবার ২৩ পয়েন্ট ও রবিবার ৩৭ পয়েন্ট কমে।

এর আগের ৮ কার্যদিবসের (১৫-২৪ জুলাই) মধ্যে গত সপ্তাহের বৃহস্পতিবার ২৮ পয়েন্ট, বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৮ কার্যদিবসে মোট ডিএসইএক্স বাড়ে ৩৩১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭১৭ কোটি ৩২ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৮৪ লাখ টাকার বা ৪ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৩ টি বা ৬৩.৫৭ শতাংশের। আর দর কমেছে ৬৭ টি বা ১৬.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৬০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৭২ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৯২১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে