ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বিনিয়োগকারীরা ফিরে পেলো ৪ হাজার ২১৬ কোটি টাকা

২০২৫ আগস্ট ০২ ১০:০০:৪০
বিনিয়োগকারীরা ফিরে পেলো ৪ হাজার ২১৬ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৭-৩১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৪ হাজার ২১৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৪ হাজার ২১৬ কোটি টাকা বা ০.৫৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ১৯৪ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৯৭ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০২ কোটি ৯২ লাখ টাকার বা ২ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টির বা ৩৫.৬২ শতাংশের, কমেছে ২২২ টির বা ৫৬.৪৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির বা ৭.৮৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮১ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫২০২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪ টির দর বেড়েছে, ১৮০ টির দর কমেছে এবং ১৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে