ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ আগস্ট ১১ ১৫:১৭:৪৪
আজও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১১ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৪৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৭ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৬১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৬০ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪৯ কোটি ৭৮ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১ টি বা ২৯.৮৭ শতাংশের। আর দর কমেছে ২০১ টি বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২০.৪৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০০৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে