ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মাকসুদের কমিশনের অযোগ্য নেতৃত্বে আজও পতন

২০২৫ মে ১৪ ১৪:৫০:০৭
মাকসুদের কমিশনের অযোগ্য নেতৃত্বে আজও পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এরইমধ্যে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠে গেছে। এছাড়া এই বাজারের অসংখ্য প্রতিষ্ঠান কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম তৈরী হয়েছে। তারপরেও এই অযোগ্য রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে অপসারন করছে না সরকার। এছাড়া নিজেও পদত্যাগ না করে নির্লজ্জভাবে চেয়ার আঁকড়ে ধরে রেখেছে মাকসুদ কমিশন।

এই কমিশনের পদত্যাগের মাধ্যমে যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে, তা কয়েক দফায় প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি দুই দফায় তার অপসারন হচ্ছে বলে শেয়ারবাজারে গুজব উঠে। যার উপর ভিত্তি করে শেয়ারবাজার ইতিবাচক হয়েছিল। কিন্তু তার অপসারন বাস্তবে রুপ না পাওয়ায়, শেয়ারবাজার আবারও পতনের ধারায় ফিরে গেছে।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের সাড়ে ৮ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.০৯ লাখ কোটি টাকা

বুধবার (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮৩৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৪৩ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৯ কোটি ৭৮ লাখ টাকার বা ১৪ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১ টি বা ১৫.২৯ শতাংশের। আর দর কমেছে ২৯২টি বা ৭৩.১৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৫৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৬১৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে