ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং

প্রাইম ফাইন্যান্সের ৩ কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি

২০২৫ জুলাই ১৪ ১৫:২৪:৩৪
প্রাইম ফাইন্যান্সের ৩ কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিদর্শন প্রতিবেদনে কোম্পানিটিসহ পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মানি লন্ডারিং ঘটনায় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিদর্শন প্রতিবেদনে কোম্পানিটিসহ পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের মার্জিন ঋণের মাধ্যমে সংঘটিত ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে। এজন্য কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে