ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই শ্রাবন্তীর

২০২৬ জানুয়ারি ১১ ২১:১১:৪৭
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পর্দায় কখনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে। অভিনেতা রাহুল ব্যানার্জি পডকাস্ট শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে অন্তরঙ্গ দৃশ্যের বিষয়ে কথা বলেছেন শ্রাবন্তী।

সঞ্চালক রাহুল জানতে চান, সিনেমায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় ‘বোল্ড সিন’। এমন দৃশ্যে তোকে খুব একটা দেখা যায়নি। তুই এসব দৃশ্যে অস্বস্তি বোধ করিস? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ওরকম বোল্ড সিন! বোম্বাদার (প্রসেনজিৎ চ্যাটার্জি) সঙ্গে ‘কাবেরী অন্তর্ধান’-এ আমার বাবার চরিত্রে অভিনয় করেন। আমার হাত-পা কাঁপছিল। বোম্বাদা এত মিষ্টি একজন মানুষ, সত্যি বলতে উনি আমাদের সবার অভিভাবক। উনি এত সাপোর্ট করেছেন, এত সুন্দর করে কেজি শটটা নিয়েছেন। আমার ভয়টাই কেটে গিয়েছিল। হ্যাঁ, আমি এখন পর্যন্ত ওরকম দৃশ্যে (বোল্ড) অভিনয় করিনি।অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তিবোধ করেন কি না তাও পরিষ্কার করেছেন শ্রাবন্তী।

তার কথায়, অস্বস্তি বলতে, আমার কাছে ওরকম কাজ এখন পর্যন্ত আসেনি। আমি অনেক কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছি। আর কমার্শিয়াল সিনেমায় তো ওরকম কিছু থাকে না। তিনি বলেন, কিছু রিয়েলিস্টিক সিনেমা হয়, সেখানে যদি ওরকম কিছু ডিমান্ড করে, সেটাও চিত্রনাট্য অনুযায়ী। সবটাই তো টেকনিক।

সেই টেকনিকে যদি শুট করা হয়, তবে আমার…। সেটা পুরোপুরি পরিচালক ও ডিওপির কাজ। আমার মনে হয়, দৃশ্যটি ছাড়া যদি গল্পটা ভালো লাগবে না, দৃশ্যটি ডিমান্ড করছেই, সেক্ষেত্রে যদি ঠিকঠাকমতো আমাকে রাজি করাতে পারে, তাহলে আমি করতে রাজি আছি।

মাত্র ৮ বছর বয়সে ১৯৯৬ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন শ্রাবন্তী। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এতে তার নায়ক ছিলেন জিৎ। নায়িকা হিসেবে এটি তার অভিষেক চলচ্চিত্র। এরপরের গল্পটা এগিয়ে যাবার। বর্তমানে তার হাতে পাঁচটি সিনেমা রয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে