ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

অমরীশের মৃত্যুবার্ষিকীতে জ্যাকির শ্রদ্ধা

২০২৬ জানুয়ারি ১২ ২০:৪৯:৪৫
অমরীশের মৃত্যুবার্ষিকীতে জ্যাকির শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি খলনায়ক অমরীশ পুরীর আজ ২১তম মৃত্যুবার্ষিকী। প্রিয় সহকর্মীর প্রয়াণ দিবসে সামাজিক মাধ্যমে এক আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছেন অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের নীরব শ্রদ্ধা অমরীশ পুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকি শ্রফ খুব দীর্ঘ কোনো বার্তা লেখেননি।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমরীশ পুরীর একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে কেবল এই গুণী অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকীর তারিখ উল্লেখ করেছেন। তবে জ্যাকির এই সংক্ষিপ্ত পোস্টই বলে দিচ্ছে, পর্দায় একে অপরের সঙ্গে মারপিটে লিপ্ত হলেও পর্দার আড়ালে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার।

ব্যক্তিজীবনে যেমন ছিলেন ‘মোগ্যাম্বো’ সাড়ে চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা অমরীশ পুরীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা সৌরভ শুক্লও। তিনি জানান, পর্দার ভয়ংকর এই মানুষটি বাস্তবে ছিলেন অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী।

এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও অমরীশ পুরীর নিজস্ব কোনো সহকারী বা পরিচারক ছিল না। শুটিং সেটে তিনি সবসময় একা আসতেন এবং নিজেই গাড়ি চালিয়ে পৌঁছাতেন। সহকারী না রাখার বিচিত্র কারণ একবার সৌরভ শুক্ল কৌতূহলবশত অমরীশ পুরীকে জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি কোনো সহকারী রাখেন না।

গম্ভীর গলায় অমরীশ উত্তর দিয়েছিলেন, ‘নিজের রক্ত জল করা উপার্জনের টাকা আমি অন্যকে দিয়ে শেষ করতে চাই না।’ রূপসজ্জাশিল্পী ছাড়া অন্য কাউকেই তিনি নিজের সঙ্গে রাখতেন না। এমনকি কোনো পরিচারক রাখার কথা শুনলেও তিনি বিরক্ত হতেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে