ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

ডিএসইতে ৮০% কোম্পানির দর পতনে সূচকে ধস

২০২৬ জানুয়ারি ১১ ১৪:৪৯:২৫
ডিএসইতে ৮০% কোম্পানির দর পতনে সূচকে ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১১ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮০ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে। এতে ডিএসইতে মূল্যসূচকের বড় পতন হয়েছে। এছাড়া এদিন লেনদেনের পরিমাণও কমেছে।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৪০ পয়েন্টে। তবে এর আগের দুইদিনের উত্থানের বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ৩৯ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪২৯ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮ টি বা ৯.৬৯ শতাংশের। আর দর কমেছে ৩১৩ টি বা ৭৯.৮৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৪৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১ টির, কমেছে ৯২ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে