ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ডিএসইতে সূচকে সামান্য উত্থান, লেনদেনে পতন

২০২৬ জানুয়ারি ০৮ ১৪:৪৮:৫৫
ডিএসইতে সূচকে সামান্য উত্থান, লেনদেনে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুইদিনের পতন শেষে বুধবারের ন্যায় বৃহস্পতিবারও (০৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন মূল্যসূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৯ পয়েন্ট। তবে এর আগে দুইদিনের পতনের মধ্যে মঙ্গলবার ১ পয়েন্ট ও সোমবার ১০ পয়েন্ট কমেছিল।

এর আগের শেষ ৩ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার (০৪ জানুয়ারি) ৫৫ পয়েন্ট, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৪২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩১.৯৭ শতাংশের। আর দর কমেছে ১৮৩ টি বা ৪৬.৮০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২১.২৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৯৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে